shopner baytullah

স্বপ্নের বায়তুল্লাহ

কাজের চাপ?
বয়স?
অসুস্থতা?

তাও ভেবেন না যে অনেক দেরী হয়ে গেছে।

জাফর ইবনুল হুযাইল তার জীবনের শেষ দুই বছরে কুরআন মুখস্থ করেছিলেন। তার মুত্যুর পর একজন তাকে স্বপ্নে দেখেন এবং জিজ্ঞেস করেন, মৃত্যুর পর আপনি কেমন আছেন?

উত্তরে তিনি বলেছিলেন,
আমি যদি আমার জীবনের শেষ দুই বছরে এটা না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম! [উৎস: শারহ্ মুসনাদে আবি হানিফাহ্]

সময় কি আছে? সুযোগ?
নাহ, এগুলো থাকে না। আমাদের সময় এবং সুযোগ ‘তৈরী’ করে নিতে হয়!

আপনার কাছে জমানো টাকা আছে কত? ৩১,০০০ টাকা হবে?
আপনাদের একটা মজার পরীক্ষা করতে বলতে পারি।
আপনি আল্লাহকে বলেন, মালিক আমি ২০২০ সালে হজ্জ করতে চাই। আমার কাছে এত টাকা জমানো আছে – আমি এটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম। আপনি বাকীটার ব্যবস্থা করেন।
এরপর থেকে আপনি একটু সাবধানে চলবেন – অহেতুক টাকা খরচ করবেন না। সাধ্যমতো জমানোর চেষ্টা করবেন। আপনি দেখবেন ২০২০ সালের হজ্জের মূল টাকা জমা দেওয়ার আগেই আল্লাহ বাকি টাকা ম্যানেজ করে দিয়েছেন।
খালি আল্লাহর ওপর ভরসা রেখে শুরু করুন।
আর যদি এর মধ্যে মারা যাই?
হয়ত আল্লাহ আপনার নিয়তের কারণে একটু কবুল হজ্জের সাওয়াব আপনাকে দিয়ে দেবেন।
আর ওহ্‌, টাকাটাও আপনার উত্তরাধিকাররা ফেরত পেয়ে যাবে সরকারের ঘর থেকে।
করে দেখবেন নাকি নিজের ঈমানের পরীক্ষাটা?

Share This Article
Tareq Hussain
Tareq Hussain