আনন্দের জন্য শিকার?
গেইম রিজার্ভ কথাটা আমরা বইয়ে পড়েছি। গেইম রিজার্ভ হচ্ছে সেই বিশাল জায়গা যেখানে পশু-পাখি থাকে এবং সরকারি নিয়ম মেনে তাদের শিকার করা যায়। গেইম (Game) শব্দটার একটা অর্থ খেলা, আরেকটা অর্থ শিকার।
শিকার কিছু মানুষের কাছে খেলা। ইংল্যান্ডে এখনও কুকুর নিয়ে ঘোড়ার পিঠে চড়ে শেয়াল শিকারে বের হয় আমোদপ্রেমীরা।
কিন্তু ইসলাম কোনো প্রাণীকে কারণ ছাড়া – শুধু আনন্দের জন্য হত্যা করাকে নিষিদ্ধ করেছে। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা প্রাণধারী কোন কিছুকে তীরের লক্ষ্যস্থল বানাবে না [সহীহ মুসলিম ৪৯০০]।
সাঈদ ইবনু জুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু উমার (রাঃ) একদল লোকের নিকট দিয়ে অতিক্রম করছিলেন যারা একটি মুরগী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিলো। তারা ইবনু উমারকে দেখে বিক্ষিপ্ত হয়ে গেল। ইবনু উমার (রাঃ) বললেন, এ কাজ কে করলো? এমন কাজ যে করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসম্পাত করেছেন [সহীহ মুসলিম ৪৯০১]।
কখন শিকার যায়েজ??
অন্য একটি অপেক্ষাকৃত দুর্বল হাদিসে এসেছে, যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি না-হক চড়ুই কিংবা তদপেক্ষা ছোট পাখি হত্যা করবে, (কিয়ামতের দিন) আল্লাহ তা‘আলা তাকে তার হত্যার ব্যাপারে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করা হলো- হে আল্লাহর রসূল! তার হক কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে যাবাহ করে খাবে এবং তার মাথা কেটে ফেলে দেবে না [মিশকাতুল মাসাবীহ, আহমাদ, নাসায়ী ও দারিমী]।
শুধু শিকার নয়, আমাদের দেশে দেখা যায় অনেকে রাস্তার পশু-পাখি যেমন মুরগি বা কুকুরকে লক্ষ্য করে ইট, কাঁচের টুকরো মারে। এভাবে আল্লাহর সৃষ্ট প্রাণীদের কষ্ট দেয়া পাপের কাজ। আমরা যেন এ ব্যাপারে সচেতন হই এবং মানুষকে সচেতন করি।