যে আমলে অভাব কমে
দু’টি আমল। প্রতিটিতে কমপক্ষে তিনটি করে পুরষ্কার। – জান্নাত লাভ।– জাহান্নামের আগুন থেকে মুক্তি।– অভাব দূর হওয়া। কোন সে আমল? যার জন্য এত পুরষ্কার? উত্তর আছে নিচের এই হাদিসটিতে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা হজ্জ ও উমরাহর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো। কেননা এ দু’টি মুমিনের…