আমরা সমাজে কতকগুলো কথা শুনে থাকি। এরকম–
এমন এক যুগে জন্মিয়েছি যে ঈমান নিয়ে টিকেই থাকা কঠিন!
বৃষ্টি আসার আর সময় পেল না, বাহিরে বের হলাম আর বৃষ্টি আসলো!
সময়টা বড়ই নিষ্ঠুর!
এমনটা বলা যাবে না। শুনতে ছোট মনে হতে পারে কিন্তু এর গুনাহ্টা অনেক বড়।
আল্লাহকে কষ্ট দেওয়ার সমান।
রসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন,
“আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে*, তারা যুগ বা কালকে গালি দেয়।
অথচ আমিই দাহর অর্থাৎ- যুগ বা কাল।
আমার হাতেই (কালের পরিবর্তনের) ক্ষমতা।
দিন-রাত্রির পরিবর্তন আমিই করে থাকি।”
* ‘আদম সন্তান আমাকে কষ্ট দেয়’ এর অর্থ হচ্ছে সে আমার সম্পর্কে এমন মন্তব্য করে যা আমি অপছন্দ করি।
[সহিহ বুখারী : ৪৮২৬, মুসলিম : ২২৪৬, আবূ দাঊদ : ৫২৭৪, আহমাদ : ৭২৪৫, সহীহাহ্ : ৫৩১, সহীহ আল জামি‘ : ৪৩৪৩]