মেয়েদের বিয়ে দেওয়া আনন্দের, কিন্তু মেয়ে তালাক পেয়ে ঘরে ফিরে আসলে?
বাবার মুখ কালো হয়। ভাইয়েরা তালাক পাওয়া বোনকে বোঝা মনে করে।
অথচ মানুষেরা জানে না সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে আপনজনের উপরে খরচ করা।
আদাবুল মুফরাদে ইমাম বুখারি এ ব্যাপারে একটি চমৎকার হাদিস এনেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা ইবনে জুশুম (রাঃ)-কে বলেন, “আমি কি তোমাকে শ্রেষ্ঠ দান সম্পর্কে বলব না?”
তিনি বলেন, “ইয়া রসূলাল্লাহ! অবশ্যই।”
তিনি বললেন, “তোমার নিকট ফিরে আসা তোমার (স্বামী পরিত্যক্ত) কন্যার ব্যয়ভার বহন করা, যার তুমি ছাড়া উপার্জনকারী আর কেউ নেই।”
[আদাবুল মুফরাদ: ৮০]।