আমরা শিশুদের সালাত আদায় করতে তাগিদ দিই যদিওবা তাদের সালাত এখনও ফরজ হয়নি।
যাতে যখন তার সালাত ফরজ হবে তখন যেন এই অভ্যাস থেকে সে সালাতে নিয়মিত হতে পারে।
এতে করে শিশুদের পাশাপাশি তাগিদ দেওয়ার জন্য আমাদেরও সওয়াব হয়।
ঠিক তেমনি যাদের সামর্থ্য আছে তাদের উচিত শিশুকে হজ্জে নিয়ে যাওয়া যদিওবা তার হজ্জ ফরজ হয়নি। এতে শিশু যেমন সওয়াব পায় তেমনি যিনি তাকে নিয়ে যাচ্ছেন তিনিও সওয়াব পাবেন।
একবার রাসূল ﷺ এর সামনে একজন মা তার সন্তানকে উঁচু করে ধরে জিজ্ঞেস করলেন,
হে আল্লাহর রাসূল ﷺ এর কি হজ্জ হবে?
তিনি বললেন, হ্যাঁ এবং সাওয়াব তোমার।
[সহীহ : মুসলিম ১৩৩৬]
ছবি : সংগৃহীত
আপনি সন্তানকে সাথে নিয়ে হজে যেতে চান? যোগাযোগ করুন শেফার্ডস – একটি নির্ভরযোগ্য হজ উমরাহ ট্রাভেল এজেন্সি – এর সাথে।