২০১৯ সালে শাইখ রফিকুল ইসলাম মাদানী শেফার্ডসের সাথে হজ্জে যাচ্ছেন শুনে উনার একজন ছাত্র খুব আবেগতাড়িত হয়ে গেলেন। তিনি বললেন, যারা শায়খদের সাথে সফরে যাওয়ার সুযোগ পাবে তারা যে কত কিছু শিখতে পারবে! কথাটা বলে তিনি শায়খের কাছ থেকে শোনা একটা ঘটনা বললেন,
শাইখ সে সময় অস্ট্রিয়ার একটি মাসজিদে ইমামের দায়িত্বে ছিলেন। এক ভদ্রলোক একটা প্রয়োজনে মাসজিদে আসলেন। মাসজিদটিতে হিটার চালানো – উষ্ণ পরিবেশ; আর বাইরে রীতিমত তুষার পড়ছে।
সালাতের সময় হয়ে যাওয়ায় ভদ্রলোক কে সালাত পড়ার অনুরোধ করা হল কিন্তু তিনি তখন পড়তে চাইলেন না বরং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে চাইলেন।
বার বার অনুরোধ করার পরেও তিনি মসজিদের উষ্ণ পরিবেশ ছেড়ে বাইরের কঠিন শীতকে বেছে নিলেন। তার জন্য শুধু একটা দিনের জন্য চারটা রাকাত ইশার সলাত কত কঠিন। অথচ ওই মাসজিদে মানুষ আসে দূর দূরান্ত থেকে, বরফের ভেতরে গাড়ি চালিয়ে জামাতে সলাত আদায় করতে।
শায়খ কথাগুলো বলেছিলেন একটা হাদিস পড়ানোর সময়। হাদিসটির অংশ:
“প্রতিটি লোক ঐ আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। জান্নাতের জন্য সৃষ্টি করা হলে জান্নাত যাওয়ার কাজগুলো তার জন্য সহজ করে দেওয়া হয় আর জাহান্নামের জন্য সৃষ্টি করা হলে জাহান্নামে যাওয়ার কাজগুলো সহজ করে দেওয়া হয়।*
হাদীসের এই কথাটা যে কতটা সত্য তা এ ঘটনা থেকে বোঝা যায়।
আবার ছবির লোকটাকে দেখুন – এই রোদে, বালির ওপরে, ঘর্মাক্ত কর্মক্লান্ত অবস্থাতেও সলাত আদায় তার জন্য সহজ, ছাড়া কঠিন।
*বুখারী ৬৫৯৬; মুসলিম ৩৮/১, হাঃ ২৬৪৯
ছবিটি সরোবর থেকে সংগৃহীত।