একজন মানুষ ছবির ধান ক্ষেতের A বিন্দুতে দাঁড়িয়ে আছে। গন্তব্য D বিন্দু। সে কীভাবে যাবে?
ক্ষেতের মাঝ দিয়ে সরাসরি? তাতে ধান নষ্ট হবে। ক্ষেতের মালিক কোনোভাবেই তাতে অনুমতি দেবে না।
নাকি সে B অথবা C বিন্দু হয়ে আইল দিয়ে ঘুরে যাবে?
অনেকে ইসলামের বিধানের কথা তুললে বলেন – ইসলাম তো ঘুরিয়ে একই জিনিস করে। মক্কার কাফেররাও একই কথা বলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সুদ নিষিদ্ধ করার পরে তারা বলেছিল ব্যবসা-বাণিজ্য তো সুদের মতই।
সুদ এবং ব্যবসা – উভয়ের মাধ্যমেই মানুষ অর্থ বিনিয়োগ করে লাভের জন্য।
কিন্তু আল্লাহ সুদকে হারাম করেছেন, আর ব্যবসাকে হালাল।
কারণ সুদে কোনো ঝুঁকি থাকে না, ব্যবসাতে থাকে।
সুদ হচ্ছে ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়ার মতো – এতে সমাজের ক্ষতি হয়। তাই ক্ষেত, অর্থাৎ সমাজের মালিক আল্লাহ আযযা ওয়া জাল্লা সুদ নিষিদ্ধ করেছেন।
কিন্তু কেউ যদি একটু কষ্ট করে আইল দিয়ে হেঁটে, ঝুঁকি নিয়ে ব্যবসা করে – সেটা আল্লাহ হালাল করেছেন।