allahr kache chawar niyom

আল্লাহর কাছে চাওয়ার নিয়ম – সবর ও সিজদাহ!

নতুন বিয়ে করেছে আদিল। সংসার এখনও শুরু করতে পারেনি। স্ত্রী এখনও গ্রামে। ওর ইচ্ছা যত তাড়াতাড়ি পারে স্ত্রীকে ঢাকায় নিয়ে আসবে।

হঠাৎ আদিলের চাকরিটা চলে যায়। শুরু হলো নতুন পরীক্ষা। ঢাকায় চাকরি খুঁজছে কিন্তু পাচ্ছে না। টাকার অভাবে দেশেও যেতে পারছে না। স্ত্রীকে দেখে না সে কতদিন…

হঠাৎ এক শুক্রবারে সে একটু আগেই মাসজিদে গেল। ইচ্ছা ইমাম সাহেবের সামনে বসে খুতবা শুনবে। 
সেদিন ইমাম সাহেবের কথা থেকে কুরআনের একটা আয়াত তার মাথার মধ্যে ঢুকে গেল।

يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ
অর্থঃ
হে ঈমানদারগণ ! তোমরা সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে [সূরা বাক্বারাঃ ১৫৩]।

আসলেই তো।
সে কত মানুষের কাছে চাকরি চেয়েছে, আল্লাহর কাছে তো চায়নি একবারও।
আদিল আগে নামাযে মনোযোগী ছিল না। এবার সে অভ্যাস বদলে ফেলল। সে মাসজিদে গিয়ে জামাতের সাথে সলাত আদায় শুরু করল। নফল সলাতের মধ্যে সিজদায় সে আল্লাহর কাছে হালাল একটা চাকরি চাইতে শুরু করল আকুলভাবে।
এক মাস, দুই মাস করে আটটা মাস কেটে গেল। প্রতিটা দিন কষ্টের, কিন্তু তাও আদিল ধৈর্য ধরে কাজ খুঁজতে লাগল – নিশ্চয় আল্লাহ তার জন্য ভালো কিছু রেখেছেন।

আট মাস পরে হঠাৎ একটা চাকরির ডাক আসল। কাজের ধরণটা আদিলের খুব প্রিয়। আবার বেতনও বেশ ভালো।
স্ত্রীকে ঢাকায় আনা সম্ভব হবে এবার।
সংসার শুরু করার পরে আদিল দেখল এই আটমাসে স্ত্রী গ্রামে মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে ফেলেছে।
সবরের ফল কতটা মিষ্টি সে বুঝতে পারল এতদিনে।

নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।
সবর এবং সলাতের মাধ্যমে সাহায্য চেয়েছেন – এবং আল্লাহ সাহায্য করেছেন – আপনার কী এমন কোনো অভিজ্ঞতা আছে?
থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন। আশা করা যায় অনেকেই অনুপ্রাণিত হবে।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain