রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পছন্দের ফল আজওয়া। একটি ফলের গুনাগুণ সম্পর্কে নবীজি নিজে জানবেন কিন্তু তিনি তার প্রিয় উম্মতকে জানাবেন না তা কি হয়! তিনি নিজে খাওয়ার পাশাপাশি আমাদেরকেও আজওয়া খাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন,
আজওয়া হলো জান্নাতের খেজুরের অন্তর্ভুক্ত এবং এটা বিষের প্রতিষেধক [সুনান আত তিরমিযি ২০৬৮]।
যে ব্যক্তি কোন দিন সকালে সাতটি আজওয়া খেজুর দিয়ে নাশতা করবে, সেদিন তাঁর উপর বিষ এবং যাদু কোন কাজ করবে না [সুনান আবু দাউদ ৩৮৩৬।
এটা দেখতে কালো, বিচি ছোট এবং খেতে অত্যন্ত সুস্বাদু। রুকইয়ার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।
আরও পাঁচটি জনপ্রিয় খেজুর সম্পর্কে জানুন,
লিংক: https://bit.ly/2DCWpTM