ajker rashifol

আপনার রাশিফল

যে ব্যক্তি গণকের নিকট হাত দেখায় তার ৪০ দিনের সালাত কবুল হয় না বলে রাসূল ﷺ জানিয়েছেন।

আজকাল টিয়া পাখি, রাশিফল, অক্টোপাস ইত্যাদির মাধ্যমেও ভাগ্য গণনা করা হয়।

শুধু ভাগ্য গণনা নয়, খেলায় কোন দল জিতবে, কে নেতা হবে কিংবা পৃথিবী কোন বছর ধ্বংস হবে এসবই নাকি বলে দিতে পারে এসব পশু প্রাণী।

রাসূল ﷺ এসব বিশ্বাসকে ‘কুফরী’ বলেছেন।

তিনি ﷺ বলেন,
যে ব্যক্তি কোন গণকের নিকট উপস্থিত হয়ে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, সে ব্যক্তির ৪০ দিনের সালাত কবুল হয় না [মুসলিম, সহীহ ২২৩০]।

তিনি ﷺ আরও বলেন,
যে ব্যক্তি কোন গণক বা জ্যোতিষীর নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা সত্য মনে (বিশ্বাস) করল, সে ব্যক্তি মুহাম্মদ ﷺ এর উপর অবতীর্ণ (কুরআনের) প্রতি কুফরী করল [আহ্‌মদ, হাকেম, সহীহুল জামে’ ৫৯৩৯]।

Share This Article
aadmin
aadmin