৮২ বছর বয়সে কুরআনের হাফেজ!
ছোটবেলা থেকে চেয়েছিলাম কুরআন মুখস্থ করতে। শুরুও করি, কিন্তু ১৩ বছর বয়সে বিয়ে হয়ে গেলে সংসার করতে করতে কুরআন মুখস্থ করাটা বন্ধ হয়ে যায়!
আমি যখন সপ্তম সন্তানের মা হলাম তখনই স্বামী মারা গেলেন। এতগুলো সন্তান নিয়ে আমি একা। আস্তে আস্তে সন্তানেরা বড় হল, নিজের পায়ে দাড়াল, সংসার শুরু করল।
সবশেষে সাথে থাকল কুরআন মুখস্থ করার ব্যাপারে প্রচন্ড আগ্রহী হাইস্কুল পড়ুয়া ছোট মেয়েটি। তার সাথেই শুরু হল আমার কুরআন মুখস্থ করার পথচলা!
আমরা প্রতিদিন আসরের পর কুরআনের দশটি করে আয়াত নিয়ে বসতাম। আমার মেয়ে আয়াতগুলো তিনবার তিনবার করে পড়ত আর আমি তার পরে পরে পড়তাম। পরদিন সকালে আমরা আবার আয়াতগুলোর পুনরাবৃত্তি করতাম। আমি আয়াতগুলোর তিলওয়াত মোবাইলেও শুনতাম এবং মুখস্থ করতাম। সপ্তাহজুড়ে মুখস্থ করা আয়াতগুলো আমরা শুক্রবারে পুনঃপরীক্ষা করতাম। এভাবে সাড়ে চার বছরে আমি কুরআনের ১২ পারা মুখস্থ করে ফেলি।
এবার আমার মেয়েটির বিয়ে হয়ে গেল আর আমাদের কুরআন মুখস্থ করার কার্যক্রম আরেকবার থমকে গেল। কিন্তু আমি থামতে চাইনি। অামার মেয়ে এবং তার স্বামী আমার জন্য একজন শিক্ষক নিয়োগ করে দিলেন। তার সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে ৮২ বছর বয়সে আমার কুরআন মুখস্থ করা শেষ হয়, আলহামদুলিল্লাহ্।
ছবি: Pinterest