valo manusher proshongsha korchen naki gola katchen

ভালো মানুষের প্রশংসা করছেন নাকি গলা কাটছেন?

“এই যে দেখছেন, এই ভাই চরম পরহেজগার। ফেসবুকে চরম লেখা লেখে। হাজারও মানুষ তাকে ফলো করে। চরম দানশীল।”

পরহেজগার এবং সেলিব্রেটি ভাই এবার খুশিতে গদগদ! ভাই কী যে বলেন, সবই আল্লাহর দান! এগুলা আর বইলেন না ভাই! খুবই লজ্জা লাগে!

ভালো মানুষের প্রশংসা আমাদের সমাজের খুবই প্রচলিত। এমনকি ইসলাম চর্চা করেন এমন মানুষদের মধ্যেও এগুলো অনেকটাই কমন ব্যপার। এটা আসলে এক ধরনের খুন! গলা কেটে খুন! কীভাবে?

একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত থাকা অবস্থায় এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির ঠিক ঐরকমই প্রসংশা করছিল। এটা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
‘হায় হায়! তুমি তোমার সাথীর গর্দান কেটে ফেললে!’ এটা তিনি কয়েকবার এমন ভাবে বললেন, যেন সত্যিই কেউ কারো গর্দান কেটে ফেললো!

তখন তিনি কীভাবে একজনের প্রসংশা করতে হয় তা শিখিয়ে দিলেন। বললেন, ‘তোমাদের মধ্যে যদি কাউকে একান্তই তার সাথীর প্রশংসা করতে হয়, তাহলে সে যেন বলে, ‘আমি ওকে এরূপ মনে করি’ – যদি জানে যে, সে প্রকৃতই এরূপ – ‘এবং আল্লাহ ওর হিসাব গ্রহণকারী। আর আল্লাহর [জ্ঞানের] সামনে কাউকে নিষ্কলুষ ও পবিত্র ঘোষণা করা যায় না।’’ [বুখারী ও মুসলিম]

এভাবে কি কখনও ভেবে দেখেছেন?

Share This Article
Tareq Hussain
Tareq Hussain