Rasuler Deshe

রাসূলের দেশে

ভাবুন তো আপনি একটি পথ দিয়ে হাঁটছেন। যে পথটি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁটেছেন। আপনি এমন একটি পাহাড়ে উঠছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক সুখ-দু:খের স্বাক্ষী। আপনি এমন একটি জনবসতিতে যাচ্ছেন যেখানে কেটেছে আমাদের প্রিয় নবীর শৈশব। আপনি এমন একটি ঘরকে তাওয়াফ করছে যেটাতে আবু বকর, উমার, উসমান, আলীদেরকে নিয়ে প্রিয় নবীও তাওয়াফ করেছেন। আপনি এমন একটি স্থানে সমবেত হচ্ছেন যেখানে দাড়িয়ে প্রিয় নবী তার উম্মাতের প্রতি শেষ নসীহতটুকু করেছিলেন।

আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাহ্ পড়ে থাকেন তাহলে মক্কা-মদীনার বিভিন্ন স্থানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করেছিলেন, কি বলেছিলেন তা বুঝতে পারবেন, যেন এসব আপনার চোখের সামনেই ভাসছে। এটা আপনার মধ্যে এক নতুন অনুভূতির সঞ্চার ঘটাবে। ইসলামকে আরেকটিবার আপনার সাথে পরিচয় করিয়ে দিবে। তাইতো হাজীগণ যখন প্রথমবারের মত কাবা’কে দেখেন, তখন নিজেদের আবেগ ধরে রাখতে পারে না। চোখ থেকে বেরিয়ে আসে আনন্দ অশ্রু।

হজ্জ একটি ব্যতিক্রমধর্মী ইবাদত। আপনি এই অনুভুতিগুলো কখনই অন্য কোন ইবাদতের মাধ্যমে পাবেন না। হাজীগণ আল্লাহর মেহমান। যেখানে গেলে গোণাহগুলো ধুয়ে-মুছে যায়। মানুষ সুযোগ পায় মায়ের পেট থেকে সদ্য ভুমিষ্ট হওয়ার সন্তানের মত নিষ্পাপ হয়ে ফিরে আসার।

২০২০ সালে হজ্জের জন্য আর মাত্র ১০ হাজার কোটা বাকি আছে। এই ১০ হাজার কোটা অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই আপনারা যারা ২০২০ সালে হজ্জে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু এখনও প্রি-রেজিস্ট্রেশন করেননি তারা তাড়াতাড়ি প্রি-রেজিস্ট্রেশনটা করে ফেলুন। এই ১০ হাজার কোটা শেষ হয়ে গেলে ২০২০ সালে হজ্জে যাওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে।

প্রতি বছর হজ্জ কোটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এমন কিছু ফোনকল পাই যেখানে অনেকেই আমাদের সাথে হজ্জে যাওয়ার জন্য আকুল আবেদন জানায়। কিন্তু ততক্ষনে আমাদের আর কিছু করার থাকে না।

ভাবছেন ২০২০ সালে হজ্জে যাবেন। এখনই চিন্তা কিসের? কেবল তো ২০১৮ সাল। ২০২০ সালের এখনও অনেকদিন বাকি!
আপনি যদি এই ধারণা নিয়ে ২০২০ সালে হজ্জের জন্য বসে থাকেন তাহলে আমরা বলব আপনি বসে থাকলেও কোটা কিন্তু বসে নেই!

একটু বুঝিয়ে বলি। প্রতি বছর আমাদের দেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় আনুমানিক ১ লাখ ১৭ হাজার জন হজ্জ করতে যায়। আর হজ্জের প্রি-রেজিস্ট্রেশন এখন আর বছর ভিত্তিক নয়। সবসময়ই চলমান। অর্থাৎ আপনি চাইলে ২০২১ সালে হজ্জের জন্যও এখনই প্রি-রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। সেই হিসেবে ২০২০ এর কোটা প্রায় শেষ। মাত্র ১০ হাজার কোটা আছে।

আর ক’টা দিন পরেই শুরু হয়ে যাবে ২০২১ সালের জন্য প্রি-রেজিস্ট্রেশন। সুতরাং সময় খুবই অল্প। ইচ্ছাকে সিদ্ধান্তে পরিণত করার সময় এখনই। আর ক’টা দিন গেলে হয়ত চাইলেও আর ২০২০ সালে হজ্জে যেতে পারবেন না।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain