gare hera ebong jabale nur paharer bistarito

গারে হেরা এবং জাবালে নূর পাহাড়ের বিস্তারিত

এটি হেরা পাহাড়। এবারের হজ্জের (হজ্জ ২০১৯) সময় মক্কার ঐতিহাসিক স্থান সমূহে ভ্রমণকালীন সময়ে তোলা।

জাবালে নূর

জাবালে নূর অর্থ কি

আরবিতে জাবাল অর্থ হচ্ছে পাহাড়। নূর অর্থ হচ্ছে আলো। সুতরাং, জাবালে নূর অর্থ হচ্ছে নূরের পাহাড় বা আলোর পাহাড়। এ পাহাড়ের ওপরইে হেরা গুহা রয়েছে যেখানে রাসূলুল্লাহ্ (ﷺ) নবুওয়াতের পুর্বে ইবাদত করতেন। ইবাদতরত অবস্থায় এখানইে র্সবপ্রথম কুরআনের আয়াত নাযিল হয়েছিল।

জাবালে নূর কোথায় অবস্থিত

মক্কা থেকে ছয় কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মিনা-র পথে যেতে হাতের বামদিকে অবস্থিত। মক্কাসহ সারা পৃথিবীতে হেরা পাহাড়ের মতো কোন পাহাড় নেই। এ পাহাড়ে উঠলে মক্কার ঘর-বাড়ি দেখা যায়। দেখা যায় ছাওর পাহাড়।

জাবালে নূর পাহাড় এর উচ্চতা

জাবালে নূর অথবা হেরা পাহাড়ের এর উচ্চতা মাঝারি আকারের যা প্রায় ৬৩৪ মিটার বা ২,১০৬ ফুট। এই পাহাড় ৩৮০ মিটার থেকে খাড়াভাবে নেমে ৫০০ মিটারের স্তরে পৌঁছেছে, এবং এর পাদদেশ প্রায় ৫ কিমি।

হেরা গুহা

হেরা গুহার ইতিহাস

হেরা গুহায় মহানবী (সঃ) ধ্যানমগ্ন ছিলেন কত বছর

হেরা গুহার উচ্চতা, আয়তন, দৈর্ঘ ও প্রস্থ কত

হেরা গুহা কোন পাহাড়ে অবস্থিত

Share This Article
Tareq Hussain
Tareq Hussain