apnar somossha allah k bolun

আপনার সমস্যা আল্লাহকে বলুন

মানসিক কষ্ট অথবা অপ্রত্যাশিত দুঃখ। এগুলো আমরা নানা ভাবে নানানজনের কাছ থেকে পেয়ে থাকি। মনটাকে হাল্কা করার জন্য ছুটে যাই বিশ্বস্ত কারো কাছে শেয়ার করতে। আশা রাখি সে কথাগুলো শুনবে। কথাগুলো আমানত রাখবে। আপন হয়ে বুঝবে, একটা সমাধানও দেবে।

এভাবে কথাগুলো শেয়ার করি। এক কান দু কান হতে হতে একটা সময় কথাগুলো সবাই জেনে যায়। চেপে রাখা কষ্ট আর চাপা থাকে না। কষ্টের তীব্রতা মনের ব্যথাকে আরো বহুগুনে বাড়িয়ে দেয়।

এটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাথে কষ্ট শেয়ারের ফল।

কিন্তু আল্লাহ্?
আল্লাহ আমাদের মনের কথাগুলো শোনেন। আমাদের হতাশ হওয়া থেকে রক্ষা করেন। একটু সবর করলে তিনি সমাধানও বের করে দেন। আল্লাহর দেয়া সমাধান সবার থেকে ভাল।

ছেলে কে হারিয়ে বাবা ইয়াকুব আলাইহিস সাল্লাম বলেন, “আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহ্‌র কাছেই নিবেদন করছি … (সূরা ইউসুফ ৮৬)।

এভাবে সব নবী-রাসূল আলাইহিমুস সালামই তাদের দুঃখ কষ্টগুলো আল্লাহর সাথে শেয়ার করেছেন, সবর করেছেন। আল্লাহ তাদের কথা শুনেছেন। সুন্দর সমাধান দিয়েছেন।

আল্লাহ্ আমাদেরকে তাঁর নবীগণের কাছ থেকে “শিক্ষাটা” নেওয়ার তৌফিক দেন।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain