মেহমান হিসেবে কেমন ছিলেন রাসূল (ﷺ)

দাওয়াত আমরা সবাই খাই। দাওয়াতে গেলে আমরা কী করি, একটু চোখ বন্ধ করি চিন্তা কী? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াতে গেলে কী করতেন?

রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন এক আনসারের বাড়িতে সাক্ষাৎ করতে গেলেন। তিনি সেখানে তাদের সাথে কিছু খাবার খেলেন। খাওয়া শেষে ঘরের একটি স্থানে পানি ছিটিয়ে মাদুর বিছিয়ে সালাত পড়লেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দু’আ করলেন।* হাদীসে এসেছে রাসুলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু’আতে বলতেন,

اللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

হে আল্লাহ! আপনি তাদেরকে যে রিযিক দান করেছেন তাতে তাদের জন্য বরকত দিন এবং তাদের গুনাহ মাফ করুন, আর তাদের প্রতি দয়া করুন।**

দাওয়াতে গেলে আমরা কী এমন কিছু করতে পারি না?

*আদাবুল মুফরাদ ৩৪৭
**মুসলিম ৩/১৬১৫, নং ২০৪২