প্রথম হজ্জের আমির

প্রথম হজ্জে মুসলিমদের নেতৃত্ব দেওয়ার জন্য আবু বাকর (রা:)-কে নিয়োগ দিয়েছিলেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। কারণ হজ্জের বিধিগুলো খুব সূক্ষ ও জটিল। আবু বকর (রা:)-এর জ্ঞানের ব্যাপারে আশ্বস্ত হয়েই নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এই দায়িত্ব দিয়েছিলেন। তাছাড়া নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জীবদ্দশায় তাঁর বদলে কেবল একজনকেই সালাতে ইমামতি করতে দিয়েছেন। আর সেই ইমাম ছিলেন আবু বকর (রা:)।

[উৎস: আবু বাকর আস-সিদ্দীক; জীবন ও শাসন, ৫৭৮ পৃ:]

Share This Article
aadmin
aadmin