shishur moto nishpap

শিশুর মতো নিষ্পাপ

মানুষ হয়ে জন্ম নেওয়ার সাথেই জড়িত পাপের ব্যাপারটা।
আমরা পাপ করব, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইব – এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মানুষ সৃষ্টি করেছেন।
কখনও কখনও পাপ এত বেশি হয়ে যায় যে আমরা হতাশ হয়ে যাই – মাফ কী আছে?
আছে। মাফ মৃত্যু পর্যন্ত হয়।
মাফ চাওয়ার বিভিন্ন রকমের পন্থা আছে। 
বিশেষ কিছু ইবাদাত আছে যা গুণাহ মুছে দেয়।
হাজ্জও এমন একটি ইবাদাত।

আবূ হুরাইরাহ্ (রাঃ) বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ
যে ব্যক্তি আল্লাহর উদ্দেশে হাজ্জ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে ঐ দিনের মত নিষ্পাপ হয়ে হাজ্জ হতে ফিরে আসবে যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল।
[বুখারি, ১৫২১, ১৮১৯, ১৮২০]

কিন্তু এই হাদিসটকে কেন্দ্র করে অনেক ভুল বোঝাবুঝিও আছে।
যারা বৃদ্ধ বয়সে অনেক পাপ করার পরে হাজ্বে গিয়ে সব পাপ মাফ করিয়ে ফেলবেন এই ধারণায় আছেন – তাদের কাছে কী কোনো গ্যারান্টি আছে তারা বৃদ্ধ হওয়া পর্যন্ত বাঁচবেন?

Share This Article
Tareq Hussain
Tareq Hussain