namaje chokh bondho rakha jabe kina

নামাজে চোখ বন্ধ রাখা যাবে কিনা?

আমরা অনেক সময় চোখ বন্ধ করে সালাত আদায় করি।
এর পেছনে যে যুক্তিটা দাড় করাই সেটা হল, চোখ বন্ধ করলে সালাতে মনোযোগ আসে।

এটা যদি সত্যিই মনোযোগের বিষয় হত, তাহলে তা রাসুল ﷺ নিজেই করতে বলতেন এবং সাহাবীদের মাঝেও এটার প্রচলন থাকতো।

রাসুল ﷺ সালাতের মধ্যে দৃষ্টি রাখতেন সিজদার স্থানে এবং তাশাহহুদে বসা অবস্থায় তর্জনী আঙ্গুলের উপরে [মুসতাদরাক হাকেম : ১/৪৭৯, মুসনাদে আহমাদ, আবু দাউদ : ৯৯০]।

তবে সালাতের মধ্যে এমন কিছু দৃষ্টিগোচর হলে যা মনোযোগকে ব্যহত করতে পারে সেজন্য চোখ বন্ধ করার অনুমতি আছে [Islamqa : 22174]।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain