হে আল্লাহর নবী! যখন আমি আপনার সাথে থাকি তখন আমার মন প্রচণ্ড খুশি থাকে। কিন্তু যখন আমি আমার পরিবারের কাছে যাই তখন আমি আপনাকে মিস করা শুরু করি। আমার চোখ দুটি আপনাকে দেখতে আকুল হয়ে পড়ে। তাই আমি আপনার কাছে আসি। আপনার দিকে তাকাই। আমার অন্তর ঠাণ্ডা হয়।
কিন্তু এক সময় তো আপনি মারা যাবেন। আর আমিও মারা যাবো। আপনি জান্নাতে নবীদের সাথে উচ্চ পর্যায়ে থাকবেন। আর আমি যদি খুব কষ্ট করে জান্নাতে যেতেও পারি, তবে অনেক নীচু পর্যায়ে থাকবো। হে আল্লাহর নবী! আপনাকে ছাড়া কিভাবে জান্নাত আসলেই জান্নাত হতে পারে!
রাসূল (সা) জবাব দিতে পারলেন না। স্তব্ধ হয়ে রইলেন। জিবরাইল (আ) উত্তর দিতে আসমান থেকে নেমে আসলেন। বললেন—আপনার অনুসারীদের বলুন! মানুষ তো তার সাথেই জান্নাতে থাকবে যাকে সে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে।
– সংগৃহীত