রাসুলুল্লাহ (সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জীবনজুড়ে আবু বাকর সিদ্দীক (রাঃ) ছিলেন তাঁর সবচেয়ে বিশ্বস্ত ও অনুগত অনুসারী। খলিফা থাকাকালে প্রায় আবু বাকর (রাঃ) ‘উমার (রাঃ) এর সঙ্গে ব্যক্তিগতভাবে বসে একান্তে কিছু আলাপ করতেন।**
একদিন আবু বাকর (রাঃ) ‘উমার (রাঃ) এর সাথে আলাপকালে কিছু উপদেশ দিয়েছিলেন, যা আমরা নিচে উল্লেখ করছি:
“‘উমার, আল্লাহকে ভয় করুন। আর জেনে রাখুন, আল্লাহর কিছু কাজ দিনের বেলায় করতে বলেছেন; সেগুলো রাতে করা হলে তিনি তা গ্রহন করেন না। আর কিছু কাজ তিনি রাতে করতে বলেছেন; সেগুলো দিনে করলে তিনি গ্রহন করেন না। ফরয হুকুম পালন না করলে নফল কাজ তিনি গ্রহন করেন না। পুনরুন্থানের দিনে তাঁর পাল্লাই ভারী হবে, যে দুনিয়ার জীবনে সত্যকে অনুসরণ করেছে; কিন্তু এটা সহজ নয়। কারও পাল্লা যদি হালকা হয়, তাহলে সেটা তার মিথ্যার অনুসরণের কারণেই হবে। মিযানের নিয়মই হলো, সত্যকে তাতে রাখে হলে সে ভারী হবে, আর মিথ্যাকে রাখে হলে সে হালকা হয়ে যাবে। জান্নাতবাসীদের কথা আল্লাহ উল্লেখ করেছেন তাদের সবচেয়ে ভালো কাজগুলোর সাথে। তিনি তাদের গুনাহগুলোকে মার্জনা করেছেন। তাদের কথা আমার স্মরণ হলে আমি বলি, ‘আমার ভয় হয়, আমি তাদের সাথে মিলিত হতে পারব কিনা।’জাহান্নামবাসীদের কথা আল্লাহ উল্লেখ করেছেন তাদের খারাপ কাজগুলোর সাথে। তাদের ভালো কাজগুলোকেও তিনি প্রত্যাখ্যান করেছেন। তাদের কথা স্মরণ হলে বলি, ‘আমি তাদের দলভুক্ত হতে চাই না।’ ভারসাম্য বজায় রাখবেন–যেন একই সঙ্গে আশাবাদী এবং শংকিত থাকেন। আপনি আল্লাহর কাছ থেকে মিথ্যা আশা করবেন না; আবার তাঁর দয়া থেকে নিরাশও হবেন না…।”***
-আবু বাকর আস-সিদ্দীক – ড ‘আলি মুহাম্মাদ সাল্লাবি। পৃষ্ঠা : ৫৬৮