tin macher golpo

তিন মাছের গল্প

একটা গল্প বলি।

একটা পুকুরে তিনটা মাছ ছিল, জানের বন্ধু। ওদের নাম ছিল –
“তানচি রদূ”
“ড়িতাড়াতা”
“কযা খাদে”।

একদিন সাঁতার কাটতে কাটতে ওরা হঠাৎ শুনতে পেল কয়েকজন জেলে পরেরদিন পুকুরে জাল ফেলার পরিকল্পনা করছে।

“তানচি রদূ” বললো, “আমি আজ রাতেই পুকুর ছেড়ে পালিয়ে যাবো”
“ড়িতাড়াতা” বললো, “জেলেরা জাল ফেলার পরে একটা বুদ্ধি বের করে ফেলব। এক খানে ফেললে অন্যখানে চলে যাব। ”
“কযা খাদে” অলসতার সুুরে বললো, “আসুক আগে, তারপর দেখা যাক কী হয়।”

পরদিন সত্যি সত্যি জেলেরা আসল। তানচি রদু পাশের পুকুর থেকে টের পেল জেলেদের আনাগোণা।
কযা খাদে প্রথমেই ধরা পড়ল।
ড়িতাড়াতা অনেক চেষ্টা করে, অনেক সাঁতার কেটেও জালের বাইরে যেতে পারল না।

—-

এই গল্পটা থেকে আমাদের একটা শেখার জিনিস আছে। আমরা যদি কোনো জিনিস পরিকল্পনা করে করি তবে সেটাতে সুফল আছে। তাড়াহুড়ায় অনেক সময়ই বিপদ থেকে পার পাওয়া যায় না। আর যারা বলে পরে দেখা যাবে, তারা খুব কমই দেখতে পায়।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain