shikar korar niyom

শিকার করার নিয়ম

বলুন তো পাখিটিকে কে মেরেছে? বন্দুকের গুলি না পানি?
যদি বন্দুকের গুলি মেরে থাকে তাহলে দেখতে হবে, গুলি করার সময় বিসমিল্লাহ বলা হয়েছিল কিনা।
যদি বলা হয়ে থাকে তাহলে বন্দুকের গুলিতে পাখিটি মারা গেলেও খাওয়া জায়েজ।
যদি আহত অবস্থায় থাকে তাহলে পাখিটিকে খাওয়ার আগে জবেহ করে নিতে হবে।
কিন্তু যদি পাখিটিকে পানিতে মৃত অবস্থায় পাওয়া যায়?

একবার আদী ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শিকার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন।
তিনি বললেন, তোমার তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহ বলবে, এরপর যদি তাকে মৃত পাও তবে তা আহার করতে পার। কিন্তু যদি সেটিকে পানিতে মৃত পাও তবে তা খেতে পারবে না। কারণ তুমি অবগত নও যে, পানিই সেটির মৃত্যুর কারণ না তোমার তীর।
[সহীহ আবূ দাউদ, তিরমিজীঃ ১৪৬৯]
আপাতদৃষ্টিতে খুব সামান্য মনে হলেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন অনেক সূক্ষ বিষয়কে আমাদের জন্য স্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে তার অসামান্য ধীশক্তির প্রকাশ পায়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আমরা কথা বলার সময় কতটুকু সূক্ষভাবে চিন্তা করি? কতটুকু সাবধানতার সাথে মতামত দিই?

Share This Article
Tareq Hussain
Tareq Hussain