রাসুলুল্লাহ (সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক আনসারি মহিলাকে বললেন,
তুমি কেন আমাদের সঙ্গে হজ্জ করতে যাওনি?
তিনি বললেন, আমাদের দুটি মাত্র উট রয়েছে। একটিতে চেপে আমার স্বামী হজ্জে গিয়েছিলেন। অন্যটি পানি বহনের কাজে লাগিয়েছিলাম। তাই যেতে পারিনি।
তখন প্রিয় নবী বললেন, রামাদানে উমরাহ করবে। রামাদানে উমরাহ করা আমার সাথে হজ্জ করার সমান।
[বুখারি: ১৮৬৩, মুসলিম: ১২৫৬]
সামনে রামাদান মাস। অসংখ্য কল্যানের মাস এটি। সব মুসলিমের প্রিয় মাস। প্রিয় এ মাসে আল্লাহ্ যাদের সামর্থ্য দিয়েছেন তারা উমরাহ পালন করতে পারেন। হয়ত হজ্জের খরচের সামর্থ্য আমাদের সবার হয় না। সুতরাং উমরাহর খরচে হজ্জের সওয়াবের সুযোগ। তাও আবার নবীজির সাথে! সুবহান আল্লাহ্!