হজ্জ ফরজ হয়েছে। তাতে কী! মেয়ের বিয়েটা তো বাকি আছে। তাছাড়া পরিবারের কাছে ওয়াদা করেছি এ বছর মালদ্বীপে একটা ফ্যামিলি ট্যুর দিবো! থাক হজ্জটা পরের বছর করি!
আহারে আমার ওয়াদা! আহারে আমার ফ্যামিলি ট্যুর!
আমরা এরকম তুচ্ছ কিছু কারণে দেখি অনেকেই তাদের হজ্জটা পিছিয়ে নেন! মেয়ের বিয়ে, পরিবারের সাথে ওয়াদা বলে কথা!
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নসীহত দিয়েছেন, “তুমি ফরয হজ্জ আদায়ের ব্যাপারে দ্রুত কর। কেননা তোমাদের মধ্যে কেউ জানে না যে, আগামী দিন তার সামনে কি প্রতিবন্ধকতা এসে যাবে” [আহমাদ, আবু দাঊদ, ইবনু মাজাহ ২/১৪৭]
প্রতিবন্ধকতা মানে হজ্জের জন্য জমানো টাকাটা সামনের বছরে আপনার পকেটে নাও থাকতে পারে। প্রতিবন্ধকতা মানে আপনি অসুস্থ হতে পারেন। প্রতিবন্ধকতা মানে আপনি মারাও যেতে পারেন।
এগুলো হলো দুনিয়ার ভোগ-বিলাস, আনন্দ-ফূর্তি! আল্লাহ আমাদের এগুলো থেকে সাবধানে থাকতে বলেছেন। তিনি সাবধান করেছেন যেন এগুলো পেয়ে আমরা আল্লাহর বিধানটাকে না ভুলি, আখিরাতটাকে না ভুলি [সূরা আন’আম, ৬:৩২]।
অথচ আমরা এমন এক সময় দুনিয়ার এই আনন্দ-ফূর্তিগুলো পেয়ে বুঁদ হয়ে আছি, যে সময় আমার উপরে হজ্জটা ফরজ হয়ে আছে। আমার মাথার উপর বিশাল বোঝা! আর আমি আছি ফূর্তি নিয়ে!
আবার প্রতি বছর হজ্জের খরচ বাড়ে। ২০১৯ এ হজ্জের জন্য যে খরচ, ২০২০ এ তার চেয়ে কয়েক পার্সেন্ট বেশি খরচ!
আল্লাহ্ যদি প্রশ্ন করে, যখন তোমার কাছে টাকা ছিল তখনও হজ্জে যাওনি কেন?
আপনি কি বলবেন? মেয়ের বিয়েটা বাকি ছিল এজন্য যেতে পারিনি?