একদল সালাত আদায়কারীকে রাসূল ﷺ জঘন্য চোর বলেছেন [আহমাদ ২২১৩৬, সহীহ আত্ তারগীব ৫২৪
]।
কাদেরকে বলেছেন?
যারা ঠিকমত রুকূ-সিজদাহ করে না।
রুকূতে স্থির হয় না, সিজদায় স্থির থাকে না।
কোমর বাঁকানো মাত্র তুলে নেয়।
সংক্ষেপে দুআ পড়ে তাড়াতাড়ি সালাত শেষ করে।
কারো কোমর ঠিকমত বাঁকে না।
মাথা উঁচু করেই রুকূ করে।
কারো সিজদার সময় নাক মুসাল্লায় স্পর্শ করে না।
কারো পা দু’টি উপর দিকে পাল্লায় হালকা হওয়ার মত উঠে যায়।
কেউ রুকূ ও সিজদার মাঝে কিছুক্ষন স্থির হয় না, সামান্য দাঁড়িয়েই সিজদায় চলে যায়।
রাসূল ﷺ বলেন, আল্লাহ সেই বান্দার সালাতের দিকে তাকিয়েও দেখেন না, যে রুকূ ও সিজদার মাঝে নিজ পিঠকে সোজা করে (দাঁড়ায়) না [আহমাদ, মুসনাদ ৪/২২, সহিহ তারগিব ৫২৫]।