মসজিদে কুবার ইতিহাস
– রাসূল ﷺ মদীনায় হিজরতের অভিমুখে সর্ব প্রথম এ মসজিদটি নির্মাণ করেছিলেন।
– রাসূল ﷺ স্বয়ং নিজে এ মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেন।
– নবুওয়াত প্রাপ্তির পর এটাই প্রথম মসজিদ।
মসজিদে কুবার অবস্থান
– মদিনা মুনাওয়ারার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত।
– মসজিদে নববী থেকে এর দূরত্ব পাঁচ কিলোমিটার।
মদিনা যিয়ারতকারী ও মদিনার বাসিন্দাদের জন্য মসজিদে কুবাতে এসে সালাত আদায় করার বিধান রয়েছে— নবী ﷺ এর অনুসরণে ও উমরার সওয়াব পাওয়ার নিমিত্তে।
মসজিদে কুবার ফজিলত
রাসূল ﷺ বলেছেন, যে ব্যক্তি তাঁর ঘর থেকে পবিত্রতা অর্জন করবে অতঃপর মসজিদে কুবাতে এসে সালাত আদায় করবে সে উমরার সমপরিমাণ সওয়াব পাবে [সুনানে ইবনে মাজাহ : ১৪১২]।
রাসূলুল্লাহ ﷺ প্রতি শনিবার পায়ে হেঁটে কিংবা সওয়ারী হয়ে মসজিদে কুবাতে এসে দুই রাকাত সালাত আদায় করতেন [সহিহ বুখারী : ১১৯১, সহিহ মুসলিমে : ১৩৯৯]।
শেফার্ডস আপনাদের জন্য সহজ করে দিয়েছে হজ্জ, উমরাহ পালন এবং মদীনার গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন। যোগাযোগ করুন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য হজ্জ এজেন্সী শেফার্ডস-এর সাথে।