mahram kara gayre mahram kara soriyat er bidhan ki

মাহরাম কারা? গায়রে মাহরাম কারা? শরীয়তের বিধান কি?

হজ্জে যেতে চান এমন অনেক ভাই-বোন আমাদেরকে মাহরাম সম্পর্কে জিজ্ঞেস করেন।
অনেক বোন আবার মাহরাম ছাড়াই হজ্জ করতে চান।
কিন্তু আল্লাহর বিধানে একজন মুসলিম নারী হজ্জ ফরজ হওয়া সমস্ত শর্ত পূরণ করলেও মাহরাম না থাকলে তাকে হজ্জে যাওয়া অনুমতি দেওয়া হয়নি।

মাহরাম অর্থ কি? মাহরাম কাকে বলে?

– যে সকল পুরুষের সামনে নারীর দেখা দেওয়া, কথা বলা জায়েজ এবং যাদের সাথে বিবাহ বন্ধন সম্পূর্ণ হারাম তাদের কে শরীয়তের পরিভাষায় মাহরাম বলে।

মাহরাম কারা?

-সূরা আন নূরের ৩১ নং আয়াতে আল্লাহ তায়ালা নারীর মাহরাম নির্ধারিত করে দিয়েছেন।

এক নজরে মাহরাম পুরুষ –
১. স্বামী
(দেখা দেওয়া,সৌন্দর্য প্রদর্শনের প্রেক্ষিতে মাহরাম)
২. পিতা, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন পুরুষগণ।
৩. শ্বশুর, আপন দাদা ও নানা শ্বশুর এবং তাদের উর্ধ্বতন পুরুষগণ।
৪. আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত পুত্র সন্তান এবং আপন মেয়ের স্বামী।
৫. স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র।
৬. আপন ভাই, সৎ ভাই
৭. ভাতিজা অর্থাৎ আপন ভাইয়ের ছেলে এবং সৎ ভাইয়ের ছেলে।
৮. ভাগ্নে অর্থাৎ, আপন বোনের ছেলে এবং সৎ বোনের ছেলে।
৯. এমন বালক যার মাঝে মহিলাদের প্রতি কোন আকর্ষণ নেই।
১০. দুধ সম্পর্কীয় পিতা, দাদা, নানা, চাচা, মামা এবং তাদের উর্ধ্বতন পুরুষগণ।
১১. দুধ ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন পুত্র সন্তান।
১২. দুধ সম্পর্কীয় ছেলে, তার ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোন পুত্র সন্তান। এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী। (বুখারী হাদীস নং ৫০৯৯, মুসলিম শরীফ হাদীস নং ১১৪৪)
১৩. আপন চাচা, সৎ চাচা।
১৪. আপন মামা,সৎ মামা। (সূরা নিসা-২৩)

গায়রে মাহরাম অর্থ কি? গায়রে মাহরাম কাকে বলে?

– যে সকল পুরুষের সামনে যাওয়া নারীর জন্য শরীয়তে জায়েজ নয় এবং যাদের সাথে বিবাহ বন্ধন বৈধ তাদের কে গায়ের মাহরাম বলে।
বস্তুতঃ গায়ের মাহরামের সামনে একান্ত অপারগ হয়ে যদি যাওয়াই লাগে তবে নারী পূর্ণ পর্দা করে সামনে যাবে।

গায়ের মাহরাম কারা?

-মাহরাম বাদে সমস্ত বিশ্বে-মহাবিশ্বে যত পুরুষ আছে সব গায়ের মাহরাম।
নিজ পরিবারে
চাচাত/খালাত/মামাত/ফুপাত সব ভাই
নিজ দুলাভাই
দেবর
ভাসুর
(আপন দাদা ও নানা শ্বশুর বাদে) সমস্ত চাচা-মামা-খালু-ফুপা শ্বশুর।
নিজ খালু/ফুপা এরা সবাই গায়ের মাহরাম।
তাদের সামনে নিজেকে প্রদর্শন করা আল্লাহর হুকুমের অবাধ্যতা করা।
মাহরাম ছাড়া সকল পুরুষের সামনে পর্দা করতে হবে এবং হবেই।

পোস্টটি সংগৃহীত।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain