হজ্জে যাবেন বলে প্রি-রেজিস্ট্র্রেশন করেছেন। কিন্তু যে এজেন্সিটার সাথে যাবেন বলে ভেবেছেন সেটা নিয়ে একটু সংশয়ে আছেন। কেমন জানি মনের মত মিলছে না! হজ্জের মত গুরুত্বপূর্ণ ইবাদাতটা সঠিকভাবে পালন করতে পারবো তো? কিংবা যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত সার্ভিসগুলো ঠিকঠাক পাবো তো?
এরকম অনেক প্রশ্নই হয়তো ঘুরপাক খাচ্ছে আপনার মনের ভিতর! যদি তাই হয় তাহলে আপনাদের ছোট্ট একটা সুখবর দিই– হজ্জের বর্তমান রেজিস্ট্রেশন পদ্ধতি অনুযায়ী ফাইনাল রেজিস্ট্রেশন করার আগ পর্যন্ত দেখে-শুনে মনের মত এজেন্সি বেছে নেওয়ার সুযোগ আছে।
এজন্য যারা ২০১৯ সালে হজ্জের জন্য প্রি-রেজিস্ট্রেশন করেছেন এবং যাদের সিরিয়াল ৪,৭৯,৮১৫ এর মধ্যে আছে তারা এজেন্সি ট্রান্সফার করে অন্য এজেন্সির মাধ্যমে হজ্জে যেতে পারবেন। এই ট্রান্সফার ব্যবস্থা চালু হয়েছে ১৭ই ফেব্রুয়ারি, ২০১৯ (রবিবার) থেকে এবং চালু থাকবে ১০ই মার্চ ২০১৯ (রবিবার) পর্যন্ত ।
কিভাবে বদলাবেন?
ইতিমধ্যে যেখানে প্রি-রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের কাছে আপনার পছন্দের পরিবর্তিত এজেন্সির হজ্জ লাইসেন্স নাম্বার টা দিয়ে দেবেন। ব্যস এতটুকুই! সরকারি নিয়ম অনুযায়ী এজেন্সি আপনাকে এই কাজে সহযোগিতা করতে বাধ্য থাকবে।
বিস্তারিত কমেন্টে।