মাথার উপর গনগণে সূর্য। ঘাম চুইয়ে পড়ছে কপাল বেয়ে। সূর্যের খরতাপে শ্বাস বন্ধ হবার জোগাড়। বিজ্ঞান বলছে পৃথিবী থেকে এই সূর্যটার দূরত্ব ১৪৯,৫৯৭,৮৭০ কি.মি। তবু এতটুকু গরমটা সহ্য করতে পারছি না। রাসুল(সা.) বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুন বেশি তীব্র। সেটা আগুন দূরে থাকবে না। এর মধ্যেই হবে মানুষের বসবাস! জ্বালানী হবে মানুষ আর তাদের সৃষ্ট ছবি-মূর্তি।
ইমাম আয-যাহাবী (রহিঃ) তার লিখিত গ্রন্থ কিতাবুল কাবায়েরে ৭৯টি কবীরা গুনাহের কথা উল্লেখ করেছেন। এ কবীরা গুনাহের যেকোন একটিই মানুষের জন্য জাহান্নামের কারণ হতে পারে। আল্লাহর কুরআন ও রাসূলুল্লাহ(সা.) এর রেখে যাওয়া পদ্ধতি অনুসারে জীবন-যাপন করতে হবে। সৎ কাজে নিয়োজিত থাকতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। মানুষের উপরে জুলুম করা,সম্পদ ছিনিয়ে নেওয়া, আত্নীয়তার সম্পর্ক অস্বীকার করা, বাবা-মায়ের প্রতি অবহেলা, মানুষের সামনে পিছনে সমালোচনা করা এসব কিছু আমাদের জাহান্নামের কারণ হতে পারে। আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি তো!