রমযান মাসে রোজা রাখা এবং হজ্জের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য এ সময়ে মেয়েদের গর্ভ নিরোধক বড়ি বা পিল খেতে অসুবিধা নেই। পিল ছাড়া অন্য কিছু যদি পাওয়া যায়, যা মাসিক বন্ধ রাখে তাহলে সেটাতেও কোন অসুবিধা নেই; যদি শরিয়ত নিষিদ্ধ কোন কিছু এতে না থাকে কিংবা ক্ষতিকর কিছু না থাকে।
সূত্র: ফাতাওয়া বিন বায (১৭/৬০)।