সামনে আসছে কুরবানির ঈদ – ঈদুল আদহা!
যারা হজ্জে গেছেন তারাও কিন্তু কুরবানি করবেন।
হজ্জের কুরবানীর নাম হাদী আর আমাদেরটার নাম উদহিয়া।
হাজীদের জন্য হাদীর গুরুত্ব অনেক।
আরাফার ময়দান থেকে ফিরে, তাওয়াফ এবং সাঈ শেষে কুরবানী করে তারপর মাথা মুন্ডন। এর পরেই ইহরাম খুলে হালাল হওয়া যাবে।
যেহেতু কুরবানী তামাত্তু হজ্জের একটি ওয়াজিব তাই সকলের উচিত এটি পালনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া যাতে কোন ভাবেই মিস না হয়।
যারা এবার হজ্জে গিয়েছেন তারা হয় ব্যাংক থেকে পশু কুরবানির টিকেট কিনবেন নয়ত খুব বিশ্বস্ত মানুষদের দিয়ে প্রত্যক্ষভাবে আপনার পক্ষে যে কুরবানি করা হয়েছে এটা নিশ্চিত করবেন।