সালাত, সিয়াম সামর্থ্য থাকলে যাকাত, হজ্জের পাশাপাশি নফল ইবাদতগুলোও পালন করছি আমরা অনেকেই।
কিন্তু যখন কেউ নেই তখন?
একলা ঘরে হাতে থাকা মোবাইলটাতে নয়ত কম্পিউটারের স্ক্রীনে কী করছি আমরা?
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটা বুক কাঁপানো হাদিস:
‘আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।
এই কথা শুনে সাওবান (রা.) বললেন, “হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।”
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে। কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।
[ইবনে মাজাহ ৪২৪৫]
সাধু সাবধান!