আমাদের দেশে ইদানিং শিশু কিশোরদের যৌনতা বিষয়ক শিক্ষা দেওয়া হচ্ছে। এমন কিছু শেখানো হচ্ছে যা সন্তানদের আনুষ্ঠানিকভাবে শেখার দরকার নেই। জৈবিক ব্যাপারগুলো শেখার স্থান পরিবার। মেয়েরা মায়েদের কাছ থেকে শিখবে। ছেলেরা বাবাদের কাছ থেকে।
আর আলিমদের কাছ থেকে শিখতে হবে ইসলামের বিধানগুলো।
কাদের শিখতে হবে?
বাচ্চাদের না, বড়দের। যারা বিয়ে করতে যাচ্ছে, তাদের।
সাধারণ মানুষের মাঝে বিশেষ করে গ্রামে প্রচুর কুসংষ্কার আছে। যেমন স্বামী-স্ত্রীর ফরজ গোসল না করে কোনো কাজ করতে নেই, নাপাক অবস্থায় কিছু ধরলে সবই নাপাক হয়ে যায়! রান্না করা যাবে না, খাওয়াও না! বেশি হাঁটাহাঁটি করলে নাকি মাটি অভিশাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়!
অথচ আইশাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ﷺ জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মত অজু করে নিতেন। ( সহীহ মুসলিম, হাদীস নং ৩০৫)