কিছু পুরষ্কার আল্লাহ বিশেষভাবে নির্বাচিত কিছু মানুষকে দেন, সবাইকে নয়। যেমন হজ্জ বা উমরাহ।
সবাইকে আল্লাহ তাঁর মেহমান হিসেবে কবুল করেন না। হজ্জ বা উমরাহ করতে পারা ব্যক্তির প্রতি বায়তুল্লাহর মালিকের একটি বিশেষ অনুগ্রহ। অনেকের অনেক টাকা থাকার পরেও হজ্জে যাওয়ার সুযোগ হয় না।
এই যে আল্লাহ এই দয়াটা আমাদের করছেন এটা অহংকারী মানুষেরা বুঝতে পারে না। তাই হজ্জ বা উমরাহ করার সুযোগ পেলে আমরা যেন বিনম্র চিত্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই, এবং সুযোগ পেলেই সে কৃতজ্ঞতা জানিয়ে বলি … আলহামদুলিল্লাহ।