দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। সম্পদের প্রতি ভালবাসা আর দুনিয়ার রঙিন চাকচিক্য আমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে । সারাটা জীবন ধরে সম্পদ অর্জনের পিছনে ছুটতে ছুটতে মহান রবের দিকেই আমাদের ফেরা হয় না আর। একটু অবসর পেলে আমরা ছুটে যাই বিনোদনের বিভিন্ন স্থানে। আর্থিক সংগতি থাকলে আমরা দেশের সীমানা ছাড়িয়েও চলে যাই দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
যারা হজ্জ ও উমরাহ করে তাদেরকে আল্লাহ তাদের শুধু মেহমানদারীত্বই করেন না বরং তিনি উপঢৌকন হিসেবে বান্দা যা চায় তাই দিয়ে দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। আল্লাহ তাদের আহবান করেছেন, তারা সে আহবানে সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই তাদের দিয়ে দিচ্ছেন [ইবনে মাজাহ ২৮৯৩]।
তাছাড়া উমরাহর মাধ্যমে গুনাহ দূরীভূত হওয়ার পাশাপাশি আল্লাহ অভাবকেও মিটিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা হজ্জ ও উমরা পালন কর। কেননা হজ্জ ও উমরা উভয়টি দারিদ্রতা ও পাপরাশিকে দূরীভূত করে যেমনিভাবে রেত স্বর্ণ, রৌপ্য ও লোহার মরিচা দূর করে দেয়। আর মাবরূর হজ্জের বদলা হল জান্নাত” [তিরমিযী ৮১০]।