Allahr maash muharram

আল্লাহর মাস মুহাররম!

মুহাররাম মাস। এটি ইসলামের ১২ টি মাসের মধ্যে সম্মানিত ৪ টি মাস (যুলক্বদাহ, যুলহিজ্জাহ, মুহাররাম এবং রজব) এর একটি ।

সম্মানিত কেন?
কারণ এই চারটি মাসকে স্বয়ং আল্লাহ সম্মানিত বলেছেন। আর আল্লাহ যেটাকে সম্মানিত বলেন সেটা কতটা সম্মানিত হতে পারে!

এ মাসগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন,
“তোমরা এতে নিজেদের উপর কোনো জুলুম করো না” (সুরা তাওবা : ৩৬)।
অর্থাৎ এই সম্মানিত মাসসমূহে তোমরা কোনো অন্যায় করো না। কারণ এ সময়ে সংঘটিত অন্যায় ও অপরাধের পাপ অন্যান্য সময়ের চেয়ে বেশি ও মারাত্মক।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“রমাদানের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম (মাসের সিয়াম)” [ সহিহ মুসলিম : ১৯৮২]।

————————-
তবে একটি সাবধানবাণী:

– এদিন কিয়ামত সংঘটিত হবে।
– এদিন হযরত ইউসুফ (আ) জেল থেকে মুক্তি পেয়েছেন।
– হযরত ইয়াকুব (আ) চোখের জ্যোতি ফিরে পেয়েছেন।
– হযরত ইউনুস (আ) মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন।
– হযরত ইদরীস (আ) কে আসমানে উঠিয়ে নেওয়া হয়।

এগুলো আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা না। মানুষের বানানো কথা। এগুলো যেন আমরা বিশ্বাস না করি।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain