মুহাররাম মাস। এটি ইসলামের ১২ টি মাসের মধ্যে সম্মানিত ৪ টি মাস (যুলক্বদাহ, যুলহিজ্জাহ, মুহাররাম এবং রজব) এর একটি ।
সম্মানিত কেন?
কারণ এই চারটি মাসকে স্বয়ং আল্লাহ সম্মানিত বলেছেন। আর আল্লাহ যেটাকে সম্মানিত বলেন সেটা কতটা সম্মানিত হতে পারে!
এ মাসগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন,
“তোমরা এতে নিজেদের উপর কোনো জুলুম করো না” (সুরা তাওবা : ৩৬)।
অর্থাৎ এই সম্মানিত মাসসমূহে তোমরা কোনো অন্যায় করো না। কারণ এ সময়ে সংঘটিত অন্যায় ও অপরাধের পাপ অন্যান্য সময়ের চেয়ে বেশি ও মারাত্মক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“রমাদানের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম (মাসের সিয়াম)” [ সহিহ মুসলিম : ১৯৮২]।
————————-
তবে একটি সাবধানবাণী:
– এদিন কিয়ামত সংঘটিত হবে।
– এদিন হযরত ইউসুফ (আ) জেল থেকে মুক্তি পেয়েছেন।
– হযরত ইয়াকুব (আ) চোখের জ্যোতি ফিরে পেয়েছেন।
– হযরত ইউনুস (আ) মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন।
– হযরত ইদরীস (আ) কে আসমানে উঠিয়ে নেওয়া হয়।
এগুলো আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা না। মানুষের বানানো কথা। এগুলো যেন আমরা বিশ্বাস না করি।