kosom katar niyom Allah chara onno karo name kosom kora jabe ki

কসম কাটার নিয়ম – আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে কি?

মানুষ তার সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে যাকে বেশি ভালবাসে সাধারনত তার নামেই কসম করে। এজন্যই কেউ বলে “মায়ের কসম” কেউ বলে “সন্তানের কসম”। কেউ বা আবার তার চোখ ছুয়েও কসম করে। কেননা এগুলো তার নিকট সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি ভালবাসার। কিন্তু আসলে বেশি ভালবাসার হক্বদার কে?

আল্লাহ এর উত্তরটা দিয়েছেন একটি আয়াতে, তিনি বলেন, “আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ্‌ ছাড়া অন্যকে আল্লাহ্‌র সমকক্ষরূপে গ্রহণ করে, তারা তাদেরকে ভালবাসে আল্লাহ্‌র ভালবাসার মতই” [সুরা বাক্বারা: ১৬৫] অর্থাৎ আল্লাহকে সবচেয়ে বেশি ভালবাসতে হবে এমনকি আমাদের নবিজীর চেয়েও বেশি। সাহাবাগণ কখনও আল্লাহ ছাড়া অন্য কারও নামে কসম করেননি।

কসম করা আমাদের জন্য অনুমোদিত। আর আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা শির্ক। [তিরমিযী: ১৫৩৫]
তাই কসম যদি করতেই হয় আল্লাহর নামেই কসম করতে হবে নতুবা চুপ থাকার পরামর্শ দিয়েছেন প্রিয় নবী। [বুখারী: ৬৬২৩]

Share This Article
Tareq Hussain
Tareq Hussain