বার বার মিথ্যা বলার পরিনতি

আমরা প্রতিদিন অনেক কথা বলি। সত্য মিথ্যা মিশিয়ে।
একজন মানুষ মিথ্যা বলতে বলতে মিথ্যা বলাটা তার অভ্যসে পরিণত হয়ে যায়। একসময় সে ‘মিথ্যবাদী’তে রুপান্তরিত হয়।
একজন ব্যক্তি হুট করে মিথ্যবাদী হয় না। তেমন একজন ব্যক্তি হুট করে সত্যবাদীও হয়ে যায় না।

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা মিথ্যা পরিহার করবে। কেননা, মিথ্যা মানুষকে খারাপ কাজে লিপ্ত করে, আর খারাপ কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়।

যখন কোন ব্যক্তি মিথ্যা বলা শুরু করে, তখন বার-বার মিথ্যা বলার কারণে, আল্লাহর নিকটে তার নামটি ‘মিথ্যাবাদী’ হিসাবে লিখিত হয়।

এরপর তিনি বলেন, তোমরা সত্য কথা বলবে। কেননা, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় এবং কল্যাণ তাকে জান্নাতে প্রবেশ করায়।

আর যখন কোন ব্যক্তি সত্য কথা বলতে থাকে, তখন সব সময় সত্য কথা বলার কারণে, আল্লাহ্‌র নিকটে তার নামটি ‘সত্যবাদী’ হিসাবে লিখিত হয়।
[সূনান আবু দাউদ : ৪৯০৪]

Share This Article
Tareq Hussain
Tareq Hussain