fosholer jakat er poriman koto koy dhoroner ebong adayer poddhoti

ফসলের যাকাতের পরিমান কত? কয় ধরনের এবং আদায়ের পদ্ধতী

আমাদের দেশে যে ফরজ আমলটা খুবই অবহেলিত তার নাম যাকাত আদায়।
এই যাকাত আদায়ের মধ্যে ফসলের যাকাত অর্থাৎ উশর আরো বেশি অনাদায়ী থাকে।
ইসলামের বিধান মতে যে ফসলে সেচ দেওয়া লাগেনি তার দশ ভাগের একভাগ যাকাত দেওয়া ওয়াজিব।
অর্থাৎ মোট শস্যের ১০% যাকাত দিতে হবে।

আর যদি জমি টাকা খরচ করে সেচ করা হয় তাহলে ফসলের ৫% অর্থাৎ বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে।

ফসলের নিসাব, অর্থাৎ মাড়াই করার পরে ন্যুনতম পরিমাণ যদি পাঁচ ওসাক বা ৬৪৭ কেজি হয় তাহলে যাকাত দিতে হয়। যদি পাঁচ ওসাক থেকে কম হয়, তাতে যাকাত ওয়াজিব হবে না, কারণ নিসাব পর্যন্ত পৌঁছেনি।

উল্লেখ্য, সবজি বা ফল, যা সারাবছর সংরক্ষণ করা যায় না তার ওপর যাকাত হয় না।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain