noksha o namaj

নকশা ও নামায

সালাতরত সময়ে বা সালাতের স্থানে এমন নকশা খঁচিত জিনিস রাখা বা পরিধান করা উচিত নয় যা সালাতের মনোযোগকে ব্যহত করে।

স্বয়ং রাসুল ﷺ –এর মনোযোগই নষ্ট হয়েছে। একবার আয়েশা রাদ্বীয়াল্লাহু আনহা এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী ﷺ বললেন : আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে [বুখারি : ৩৭৪]।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain