এটি হেরা পাহাড়। এবারের হজ্জের (হজ্জ ২০১৯) সময় মক্কার ঐতিহাসিক স্থান সমূহে ভ্রমণকালীন সময়ে তোলা।
আসুন জেনে নিই হেরা পাহাড় সম্পর্কে :
হেরা পাহাড় মক্কা থেকে মিনার পথে বাম দিকে অবস্থতি। এর উচ্চতা ৬৩৪ মিটার। বর্তমানে মক্কাবাসিরা একে জাবালে নূর বলে থাকনে। এ পাহাড়ের ওপরইে সেই গুহা রয়েছে যেখানে রাসূলুল্লাহ্ (ﷺ) নবুওয়াতের পুর্বে ইবাদত করতেন। ইবাদতরত অবস্থায় এখানইে র্সবপ্রথম কুরআনের আয়াত নাযিল হয়েছিল। এর উচ্চতা মাঝারি আকারের। এ পাহাড়ে উঠলে মক্কার ঘর-বাড়ি দেখা যায়। দেখা যায় ছাওর পাহাড়। মক্কাসহ সারা পৃথিবীতে হেরা পাহাড়ের মতো কোন পাহাড় নইে। এ এক অনন্য পাহাড়।