Hajj 2020 ekhono shujog ase

হজ্জ ২০২০; এখনও সময় আছে

প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১ লক্ষ ১৭ হাজার জন বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জে যান। ২০১৯ এবং ২০২০ সালেও যাবেন একই সংখ্যক লোক।

হিসাব অনুযায়ী ২০২০ সালের জন্য এই ১ লক্ষ ১৭ হাজার জনের প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গিয়েছে কয়েক সপ্তাহ আগেই। কিন্তু ২০১৯ এর জন্য যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন তাদের একটা অংশ এ বছর হজ্জে যাবেন না। তাদের কেউ কেউ ২০২০ অথবা ২০২১ সালে হজ্জে যাবেন, কেউ কেউ আপাতত হজ্জেই যাবেন না।

তাই ২০১৯ সালের প্রি-রেজিস্টার্ডকৃত কোটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। ফাঁকা এই কোটাগুলো পুরণ হবে ২০২০ সালের প্রথম দিকের প্রি-রেজিস্টার্ডকৃতদের দ্বারা। অর্থাৎ যারা ২০২০ সালে যাওয়ার জন্য প্রি-রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ২০১৯ এ হজ্জে যেতে চান তারা এই কোটাগুলোর ভিতরে চলে আসবে।

তাই ২০২০ এর ১ লক্ষ ১৭ হাজার প্রি-রেজিস্টার্ডকৃত কোটার একটা অংশ ফাঁকা হয়ে যাবে। ঠিক এজন্যই ২০২০ সালের জন্য যারা এখনই রেজিস্ট্রেশন করবেন তাদের ২০২০ সালে হজ্জে যাওয়ার সম্ভবনা বেশি। আরও পরে প্রি-রেজিস্ট্রেশন করলে সিরিয়াল অনেক দূরে পড়ে যাবে বিধায় তারা ২০২১ সালে হজ্জে যাওয়ার সুযোগ পাবেন।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain