রাসূল ﷺ বলেছেন, তোমরা দেরী না করে হজ্জ আদায় কর। কারণ, তোমাদের কেউ জানে না, কী বিপদাপদ তার সামনে আসবে [মুসনাদে আহমদ : ৭৬৮২, ইবন মাজাহ : ৩৮৮২]।
বিপদ মানে হজ্জের জন্য জমানো টাকাটা সামনের বছরে আপনার পকেটে নাও থাকতে পারে। বিপদ মানে আপনি অসুস্থ হতে পারেন। বিপদ মানে আপনি মারাও যেতে পারেন।
যাদের হজ্জ ফরজ হয়েছে তারা আর দেরী না করি। ইবাদাত ফেলে রাখার জিনিস না।
বয়স বেশি হলে হজ্জে কষ্টও বেশি হয়। শরীর কষ্টে থাকলে ইবাদাতে ভাল মনোযোগ আসেনা।
কম বয়সে হজ্জ করে যে অভিজ্ঞতা পাওয়া যায় তা ৬০ বছর বয়সে কোনদিনও পাওয়া যাবে না।