উমার (রা) বলেছেন,
আমার ইচ্ছা হয়, এসব শহরে আমি লোক পাঠাই
তারা যেন দেখে সামর্থ্যবান হওয়ার পরেও কে হজ্জ করেনি।
অতঃপর তারা তার উপরে জিযিয়া আরোপ করবে।
কারণ, তারা মুসলিম নয়
তারা মুসলিম নয়!
[ইবন হাজার, আত-তালখীসুল হাবীর : ২/২২৩]
আপনার যদি সামর্থ্য থাকে তাহলে উচিত অনতিবিলম্বে হজ্জ শেষ করা।
* জিযিয়া – মুসলিম দেশে অমুসলিম নাগরিকদের ওপরে যাকাতের বিকল্প হিসেবে যে কর ধার্য করা হয়।