raater samanno ongshoi tara ghumiye katay 1st

রাতের সামান্য অংশই তারা ঘুমিয়ে কাটায়

আমরা যারা তাহাজ্জুদ সালাতটা শুরু করব করব করেও করতে পারিনি, এই শীতকাল হতে পারে আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। শীতকালের রাতগুলো অনেক বড়। তাই তাহাজ্জুদ সালাতের জন্য সময় পাওয়া যায় অনেক। ফলে ঘুমেরও ঘাটতি হয় না। আবার তাহাজ্জুদের সালাত পড়ারও সময় পাওয়া যায়। আমরা এই শীতেই এই অভ্যাসটা করে ফেলতে পারি।
তাহাজ্জুদ সালাত আদায়কারী জান্নাতী মানুষদের প্রশংসা করে আল্লাহ্ বলেছেন, তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত [সূরা যারিয়াত: ১৭-১৮]।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা তাহাজ্জুদের সালাতে অভ্যাসী হও। কারণ, তা তোমাদের পূর্বতন নেক বান্দাদের অভ্যাস; তোমাদের প্রভুর নৈকট্যদানকারী ও পাপক্ষালনকারী এবং গুনাহ হতে বিরতকারী আমল।” [তিরমিযী, সহীহ তারগীব: ৬১৮]।

Share This Article
Tareq Hussain
Tareq Hussain