দামী পরামর্শ


বেসরকারি চাকরিজীবি বা ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা বহুবার দেখেছি। বড় অংকের বেতন। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে বা চাকরি হারিয়ে, ব্যবসায় লস খেয়ে নিঃস্ব।

এর কারণ আমি অধিকাংশ সময় মিলাতে পারি সময় মতো হজ্জ না করা। হজ্জের পরিমাণ টাকা জমলেই হজ্জে চলে যেতে হবে। এই ধরনের হঠাৎ বিপদ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ।

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এটা হয় না। কারন তাদের হজ্জ করার মতো টাকা জমে রিটায়েরমেন্টের পরে।


পবিত্র কুরআনের আয়াত “তারা দুনিয়াতে কিছু দিনের জন্য ফেরার আবেদন করবে”। সাহাবী বলছিলেন এখানে কাফেরদের কথা বলা হয়নি। মুসলিমদের কথা বলা হয়েছে যারা হজ্জ না করে মারা গিয়েছে বা যাকাত না দিয়ে। তারা “আর অল্প কয়েকটা দিন” সময় পেলেই হজ্জ করে আসতে পারতো। এই আফসোসে। অল্প কয়েকটা দিনে বিশাল পরিবর্তন আখিরাতে।


ফরজ হজ্জের ক্ষেত্রে নিজের পীর, মুরুব্বি বা নিজের দলের নেতা বা এলাকার ক্ষমতাশীলদের “দোয়া” নিতে যাবেন না। তারা আপনার হজ্জ ঠেকিয়ে দিতে পারে এই বলে “এবার তুমি টাকা দিয়ে বরং আমাদের এই জরুরী কাজ করো আল্লাহ তা’আলা সাহায্য করবেন”। এরকম ঘটনা অনেক আছে।

হজ্জ থেকে ফিরে দেখা দিবেন, দোয়া নিবেন, বা দোয়া দিবেন যেটা ইচ্ছা।

– সানজির হাবিব থেকে সংগৃহীত।