তাবিজ-কবচ পরা এক ব্যক্তিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি কোন কিছু ধারণ করবে, তাকে ঐ জিনিসের কাছেই সোপর্দ করা হবে [সুনানে নাসায়ী: ৪০৭৯] । অর্থাৎ আমি তার কোন উপকারে আসতে পারব না, তার হয়ে আল্লাহকে কিছু বলতে পারব না।
একদল লোক নবীজীর কাছে বায়াত গ্রহন করতে আসল। তিনি সবার বায়াত গ্রহন করলেন কিন্তু এক ব্যক্তির বায়াত গ্রহন করলেন না। কেননা তার সাথে তাবিজ ছিল। তখন তিনি নিজ হাত দিয়ে তার তাবিজটি ছিড়ে ফেললেন। তারপর বায়াত গ্রহন করলেন। আর বললেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করল সে শিরক করল [মুসনাদে আহমাদ: ১৬৯৬৯]।
তাবিজ ব্যবহার করা শির্ক। তাবিয পরার যে কোনো অজুহাত ছেড়ে দিই। তাবিজও ছেড়ে দিই।