hatime kaba ki hatime kabar itihaash ebong hatime kabar bistarito chobi

হাতিমে কাবা কি? হাতিমে কাবার ইতিহাস

হাতিমে কাবা কি?

মক্কার কাবা ঘরের সংলগ্ন উত্তরের অর্ধচন্দ্রাকার বৃত্ত দ্বারা ঘেরাও করা অংশটি হাতিম বা হিজরে ইসমাইল নামে পরিচিত। ৯০ সেন্টিমিটার উচ্চতা ও ১.৫ মিটার প্রস্থের এই কাঠামোটিসহ তাওয়াফকারীরা তাওয়াফ করেন।

হাতিমে কাবার ইতিহাস

ইবরাহীম আলাইহিস সালাম হাতিম সহ সম্পূর্ণ ভিতের উপরে কাবা নির্মাণ করেন। সেজন্য তাওয়াফের সময় হাতিমের এই অংশ সহকারে তাওয়াফ করতে হয়।

পরবর্তীতে কুরাইশরা কাবা পুনঃনির্মাণ করলে, তা আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্রে রূপ নেয়। কুরাইশরা কাবার নির্মাণের সময় তাদের হালাল উপার্জন খরচ করে এবং কাবা বর্গাকার কাঠামোতে আসার পরে তাদের হালাল অর্থ শেষ হয়ে যায়। ফলে তারা কাবাকে এই বর্গাকার আকৃতিতেই রেখে দেয়। এরপর থেকে কাবার পুনঃনির্মাণ হলেও এই বর্গাকার কাঠামো বজায় থাকে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ৩৫ বছর বয়সে কুরাইশরা একবার কাবার পুনঃনির্মাণ করে। প্রথমবারের মত তখন কাবার হাতিম অংশটিকে পৃথকভাবে কাঠের কাঠামো দিয়ে চিহ্নিত করা হয়।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর চাচা আব্বাস রাদ্বিআল্লাহ আনহু তখন কাবার নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। আয়েশা রাদ্বিআল্লাহু আনহা বলেছেন,
‘আমি একবার নামাজ আদায়ের জন্য কাবার ভেতরে প্রবেশের জন্য গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ধরে আল-হিজরের (হাতিম) ভেতর ঢুকিয়ে দিলেন।
তিনি বললেন,

“কাবায় প্রবেশের যদি নিয়ত কর, তবে আল-হিজরের ভেতর নামাজ আদায় কর। কেননা এটিও কাবার অংশ। তোমার গোত্র একে পুনঃনির্মাণের সময় ছোট করে তৈরি করে এবং এই অংশটিকে কাবার বাইরে রেখে দেয়।” (সুনানে আবু দাউদ)

Share This Article
Tareq Hussain
Tareq Hussain